আজ বুধবার রাত সোয়া ৮টার দিকে ফরিদপুর শহরের নীলটুলী স্বর্ণকার পট্টিতে মেঘনা জুয়েলার্সে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্ধর্ষ ডাকাতদলের সদস্যরা প্রায় ২শ ভরি স্বর্ণের অলঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মেঘনা জুয়েলার্সের ম্যানেজার জানান, রাতে একদল ডাকাত এসে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে জুয়েলারিতে থাকা প্রায় ২শ ভর্রি স্বর্ণের অলঙ্কার লুট করে নেয়। এসময় ডাকাত দল ৬/৭টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান সাংবাদিকদের জানান, খবর পেয়ে টহল ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
ফরিদপুর মেঘনা জুয়েলার্সে ককটেল বিস্ফোরণ, ২শ ভরি স্বর্ণের অলঙ্কার লুট
Share!