আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন, মুনাফার আশায় পণ্যে ভেজাল না দেওয়ার জন্য । প্রধানমন্ত্রী বলেন, ‘সামান্য একটু মুনাফা করতে গিয়ে যেন কেউ দেশের ক্ষতি ও নিজের বিপর্যয় ডেকে না আনেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। শুধু মাছের ক্ষেত্রে না, যেকোনো রপ্তানিযোগ্য পণ্যের ক্ষেত্রে এটা করা উচিত।’
Share!