বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ, কর্তৃপক্ষের দায় দেখছেন নিরাপত্তা বিশ্লেষক ও শিক্ষাবিদরা। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন জঙ্গি ঘটনায় এখনো পর্যন্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থীর নাম এসেছে। এর মধ্যে শনিবার গ্রেফতার হওয়া এক শিক্ষকসহ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই ১৩ জন। এর বাইরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২ এবং দারুল ইহসান ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আরো ২ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের এরকম জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ার পেছনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায় আছে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একই মত নিরাপত্তা বিশ্লেষকেরও।
Share!