Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

গুপ্তহত্যার সাথে বিএনপি জামায়াত জড়িত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুপ্তহত্যার সাথে বিএনপি জামায়াত জড়িত। প্রতিদিন ইফতার পার্টিতে যেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সকালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিদের কোনো স্থান হবে না। শেখ হাসিনা বলেন, ‘সবচেয়ে দুঃখজনক হলো যে, বিএনপি-জামায়াত যেভাবে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে, এর থেকে বড় সন্ত্রাসী কাজ আর কী হতে পারে যে, প্রকাশ্যে দিবালোকে মানুষকে পুড়িয়ে হত্যা করা।’ ‘আর এরপর যে গুপ্তহত্যা, যেটা আগেও আমরা একটু সন্দেহ পোষণ করেছিলাম। হঠাৎ গুপ্তহত্যা কেন? যেখানে মাদারীপুরে একজন শিক্ষক রিপনকে হত্যা করার উদ্দেশ্যে তাঁকে আঘাত করল। জনগণ, আমি ধন্যবাদ জানাই মাদারীপুরবাসীকে যে, জনগণ সাহসের সঙ্গে সেই, মানে আঘাতকারী, তাকে ধরে ফেলল। এবং তাকে ধরা হলো, তাকে নিয়ে যখন আরো লোকজন ধরতে গিয়েছিল, সে যা-ই হোক, ক্রসফায়ারে বা যেকোনো কারণে হোক মৃত্যুবরণ করেছে সে। গুলি খেয়ে মারা গেছে।’ শেখ হাসিনা বলেন, ‘যে লোকটা একজন কলেজশিক্ষককে মারতে গিয়ে জনগণের কাছে হাতেনাতে ধরা পড়ে, তার জন্য খালেদা জিয়ার এত মায়াকান্না কেন—এটা আমার একটা প্রশ্ন। তার মানে কী দাঁড়াচ্ছে? ওই হাঁড়ির ভাত সিদ্ধ হলো কি না, একটা টিপলেই বোঝা যায়। ওই ঘটনা থেকেই বোঝা যায়, গুপ্তহত্যার সঙ্গে তাদের যে একটা সম্পর্ক রয়েছে। এবং প্রকাশ্যে করে যখন তারা জনগণের রুদ্ররোষের সম্মুখীন হয়েছে, এখন এই গুপ্তপথে এই সমস্ত ঘটনা তারা ঘটিয়ে দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করতে যাচ্ছে।’ প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাকের উৎসে কর কমানোর জন্য পোশাক শিল্প মালিকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল। রফতানি আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে তাদের অনুরোধ বিবেচনা করে শূন্য দশমিক ৭ শতাংশ উৎসে কর কর্তনের প্রস্তাব করছি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top