রাজধানী কাবুলের উপকন্ঠে পাগমান জেলায় আফগানিস্তানে সেনা গাড়ি বহরে উপর্যপরি ২টি বোমা হামলায় অন্তত: ৪০ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। আহতের সংখ্যা অন্তত: ৫০। পাগমান জেলা গর্র্ভনর হাজি মোহাম্মদ মুসা খান ঘটনার কথা স্বীকার করেছেন। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, পুলিশ ক্যাডেটদের বহনকারী ৩টি বাস পার্শ্ববর্তী ওয়ার্দাক প্রদেশ থেকে রাজধানীতে ঢোকার সময় ১ জন বোমা বহনকারী ১ম বিস্ফোরনটি চালায়। পরমূহূর্তে একটি গাড়ি দুই বাসের মাঝখানে ২য় বিস্ফোরনটি ঘটায়। গত সপ্তাহে কাবুলে কানাডীয় দূতাবাসের নেপালী নিরাপত্তা কর্মীদের বাসে একই ধরনের এক হামলায় ১৪ জনের প্রাণহানি হয়। তালিবান মুখপাত্র আবদুল কাহার বল্খী ইতিমধ্যে টুইটারে হামলার দায় স্বীকার করেছেন। ২০১১-এর এপ্রিলের হামলার পর আফগানিস্তানে এটাই সবচেয়ে বড় হামলা। এক নিরাপত্তা চৌকিতে করা ঔ হামলায় ৬৪ জন নিহত হয়।
আফগানিস্তানে সেনা গাড়ি বহরে বোমা হামলায় ৪০ জন পুলিশ নিহত
Share!