বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে। এর দায় দায়িত্ব কার। এই রিজার্ভ চুরির দায় কে নেবে ? অর্থমন্ত্রীকে এর জবাব দেয়ার জন্য আহবান জানিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ। বুধবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ প্রশ্ন করেন বিরোধী দলীয় নেতা। রওশন এরশাদ অর্থমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে। এর দায় দায়িত্ব কার? অর্থমন্ত্রী কি দয়া করে এর উত্তর দেবেন? তিনি বলেন, সরকারি ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। এটা কার সাহায্যে হয়েছে। এই টাকা ফিরিয়ে আনার কি উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে এটা দেশের ইতিহাসে বিরল ঘটনা। এই টাকা কার? এই টাকা দেশের জনগণের টাকা। এই টাকা ফিরিয়ে আনার কি উদ্যোগ নেয়া হয়েছে আমরা জানি না। উনি (অর্থমন্ত্রী) কি এর উত্তর দেবেন? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সমালোচনা করে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। যদি বিশেষজ্ঞ না থাকে তাহলে এটা করা যাবে না। তিনি প্রশ্ন রেখে বলেন, এটা চালাবে কারা? তিনি বলেন, এই বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়া সহায়তা দিচ্ছে। আমরা জানি রাশিয়া চেরোনোবিল পারমানবিক কেন্দ্রে দুর্ঘটনার কথা। সেখানে শ্মশান হয়ে গেছে, সেখানে মানুষ নেই। রাশিয়া হয়তো ১০ বছর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানোর সহায়তা দেবে তারপর কি হবে? জাপানে সুনামির কারণে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে লিকেজ দেখা দিয়েছিলো। পরে তারা সেটা বন্ধ করে দিয়েছে। বিরোধী দলীয় নেতা বলেন, আমাদের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে লিকেজ দেখা দিলে কে দেখবে? এটা হলে মানুষ আস্তে আস্তে মারা যাবে। এই বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য কোথায় রাখা হবে। এই বর্জ্য কে নেবে। এর জন্য কি কোনো চুক্তি করা হয়েছে? এটা না করলে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না। তিনি স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি করেন। একই সঙ্গে শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা।
রিজার্ভ চুরির দায় কে নেবে? রওশন এরশাদ
Share!