রাজধানীর গেন্ডারিয়ার মসজিদটি নামাজ আদায়ের জন্য খুলে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান। বিবৃতিতে ঐক্যজোট নেতৃবৃন্দ বলেন, পূজামন্ডপের কাছাকাছি হওয়ার আজুহাতে মসজিদে নামাজ আদায় বন্ধের আদেশকে অনভিপ্রেত আখ্যায়িত করে বলেছেন যে, এতে ইবাদত-বন্দেগীবিহীন অবস্থায় থাকবে মসজিদটি। মসজিদ মুসলমানদের সকল কর্মকা-ের কেন্দ্রবিন্দু। মহান আল্লাহর দয়া ও সান্নিধ্য লাভ করতে মানুষ মসজিদে যায়। তাই গেন্ডারিয়ায় পূজামন্ডপের কাছাকাছি নির্মীয়মান মসজিদে নামাজ আদায় বন্ধের একদেশদর্শী পদক্ষেপে দেশবাসি বিস্ময়ে হতাশ, হতবাক ও ক্ষুব্ধ। তারা আরো বলেন, উপমহাদেশে মসজিদ-মন্দিরের সহাবস্থানের বহু নজির বিদ্যমান। পূজামন্ডপের কাছাকাছি হওয়ার কারণে মসজিদ বন্ধ করার যুক্তি ধোপে টিকেনা। কারণ এর আগে সহাবস্থানের কারণে কোন মসজিদ বা মন্দির বন্ধ করা হয়েছে বলে জানা যায়নি। সরকারি খাস জমি যথারীতি বন্দোবস্ত নেয়ার দীর্ঘ প্রক্রিয়া শেষে মসজিদ নির্মাণের কাজ শুরু করা হয়েছে বলে জানা গেছে। এই মসজিদে নামাজ আদায়ে বিঘœ ঘটানো সম্বলিত আদেশ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের অনবিজ্ঞজনিত মনোভাবেরই বহিঃপ্রকাশ ঘটেছে। তাই অবিলম্বে নামাজ আদায়ের জন্যে মসজিদ খুলে দেয়ার দাবি জানাচ্ছি।
মসজিদটি নামাজ আদায়ের জন্য খুলে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান
Share!