ফতুল্লায় মোহামেডানকে ১৭ রানে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে, টস জিতে আগে ব্যাট করে ২০৫ রান করে নাদীফ চৌধুরীর দল। লক্ষ্য তাড়া করতে নেমে, ১৮৮ রানে অলআউট হয় মোহামেডান। এ জয়ে ১৬ ম্যাচে, ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে এবারের মত লিগ শেষ করেছে ভিক্টোরিয়া। ৩ পয়েন্ট কম নিয়ে, মোহামেডান আছে পঞ্চম স্থানে। শুরুতে ব্যাট করতে নেমে ফজলে মাহমুদ ও আব্দুল মজিদকে হারায় ভিক্টোরিয়া। কিন্তু মুমিনুল ও আল আমিন জুটির দৃঢ়তায় বিপর্যয় সামলে ঘুরে দাঁড়ায় তারা। দুজন মিলে গড়েন ৮৩ রানের জুটি। ব্যক্তিগত ৫৮ রান করা মুমিনুলকে আউট করে এ জুটি ভাঙ্গেন এনামুল হক জুনিয়র। দলীয় ১৩৩ রানে আল আমিনের বিদায়ে আবারো চাপে পরে ভিক্টোরিয়া। তবে, অধিনায়ক নাদীফের ২৮ ও রাব্বির ২৬ রানে, শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২০৫ রান করে তারা। জবাবে, ব্যাট করতে নেমে শুরুতেই হামিদুলকে হারায় মোহামেডান। তবে, নাজিমুদ্দিনের ৫০ রানে জয়ের স্বপ্ন দেখে সাদা কালো জার্সিধারীরা। কিন্তু সৈকত ৩৫ ও মুশফিক ৪৬ রান করলেও, বাকিরা ব্যর্থ হওয়ায়, ১৮৮ রানেই গুটিয়ে যায় মোহামেডান।
ফতুল্লায় মোহামেডানকে ১৭ রানে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব
Share!