মঙ্গলবার দুপুরে তিন মেয়রের পদমর্যাদা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদমর্যাদা বাড়িয়ে মন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে। উত্তরের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন এখন থেকে এ পদমর্যাদা পাবেন। এছাড়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভী রহমানকে উপমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।
Share!