মাঝারি পাল্লার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর মধ্যে প্রথমটিতে ব্যর্থ হলেও, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফল হয়েছে কিনা সে সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। মঙ্গলবার, দক্ষিণ কোরিয়া ও মার্কিন সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। খবরে বলা হয়, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে ওই দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। জাতিসংঘ সনদ অনুযায়ী, মাঝারি পাল্লার ওই দুটি ক্ষেপণাস্ত্রই নিষিদ্ধ ও অত্যন্ত শক্তিশালী। এর আগে, জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত দুই মাসে আরও অন্তত ৪টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এদিকে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কোনভাবেই মেনে নেয়া যায়না বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। একইসঙ্গে, এসব ক্ষেপণাস্ত্রের কোনটি যদি জাপানের আকাশ সীমায় দেখা যায় তবে তা ভূপাতিত করা হবে বলেও পিয়ংইয়ংকে সতর্ক করে দেন তিনি।
ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
Share!