কমলাপুর রেলস্টেশন থেকে ইয়াবাসহ আব্দুল মান্নান নামে একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ বলেন, সকালে কমলাপুর রেলস্টেশনে চট্টগ্রাম মেইল এক্সপ্রেসের যাত্রী আবদুল মান্নানকে সন্দেহ হলে তার শরীর তল্লাশি চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আবদুল মান্নানের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান ওসি।
Share!