এক লাখ মুফতির মতামত নেয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। মঙ্গলবার মতিঝিলের একটি হোটেলে খেলাফতে ইসলামীর ইফতার মাহফিলে তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে এক লাখ আলেমের মতামত নেয়া হয়েছে। তাদের এ মতামত নেওয়ার প্রক্রিয়া গ্রহণযোগ্য ও সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, আলেমদের ঐক্য এখন সময়ের দাবি। ঐক্যবদ্ধ ছাড়া জুলুম ও দুঃশাসনের অবসান করা যাবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শিক্ষানীতিসহ ইসলামবিরোধী সব কর্মকাণ্ড রুখতে হবে।
Share!