কলকাতার জনপ্রিয় অভিনয়শিল্পী শ্রাবন্তী ঢাকায় এসেছেন মঙ্গলবার সকাল ৯টায়। আসছে ঈদে শাকিব-শ্রাবন্তী অভিনীত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’ মুক্তি পাবে। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত ও কলকাতার জয়দেব। ছবির সংলাপ ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও ভারতের পেলে চ্যাটার্জি। শাকিব খান ও শ্রাবন্তী ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন অমিত হাসান, শিবা সানু, সুব্রত, কলকাতার লিলি চক্রবর্তী, রাহুল দেব প্রমুখ।
Share!