বিশ্বকাপ বাছাইপর্বে পিছিয়ে থাকা দল ব্রাজিল ২০১৮ সালের বিশ্বকাপে মূল পর্বে মন হয় থাকছে না! ব্রাজিলের নবনিযুক্ত কোচ তিতে এমন আশঙ্কার কথাই শোনালেন। ব্রাজিল দলের দায়িত্ব নেবার পর তিতে বলেন, ‘আমাদের মনোযোগ বিশ্বকাপের বাছাই পর্বে, আমরা নিরাপদ জায়গায় নেই। বাদ পড়ার ঝুঁকিতে রয়েছে ব্রাজিল।’ বিশ্বকাপ বাছাইয়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৬ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে পড়ে আছে। বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে চারের মধ্যে থাকতেই হবে ব্রাজিলকে। এছাড়া সম্প্রতি কোপা আমেরিকার গ্রুপ পর্বেই বাদ পড়ার লজ্জায় পড়েছে ব্রাজিল। সব দেখে শুনে ব্রাজিলের ভবিষ্যত নিয়ে শংকাতেই পড়েছে সবাই। তিনি বললেন, ‘বিশ্বকাপ বাছাই পর্ব অনেক লম্বা একটা রেস। আরও ১২ ম্যাচ বাকি। আগের ম্যাচগুলোতে দুর্ভাগ্যজনকভাবে ফল আসছিল না, এ জন্যই আমি দায়িত্বে এসেছি। দল হিসেবে বেড়ে ওঠা আর নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা আমাদের আছে। আমি চাই ব্রাজিল জিতুক আর ভালো খেলুক।’ আর ব্রাজিল ভক্তদের প্রতিশ্রুতি দিয়ে বললেন, ‘এই দল তিতের মতো ফুটবল খেলবে না, এই দলকে খেলতে হবে ব্রাজিলের মতো ফুটবল।’
২০১৮-এর বিশ্বকাপে বাদ পড়ার ঝুঁকিতে রয়েছে ব্রাজিল!
Share!