ইরাকের ফাল্লুজায় সরকারি বাহিনীর অভিযানে আড়াই হাজার আইএস সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির কাউন্টার টেরোরিজম সার্ভিস সিটিএস। গ্রেফতার হয়েছে আরও ১ হাজার। সোমবার এ তথ্য জানান সিটিএস এর স্টাফ জেনারেল আব্দুল ওয়াহাব আল সাঈদি। আর বর্তমানে যুদ্ধক্ষেত্রে অবস্থান করা আইএস সদস্যের সংখ্যা খুব বেশি নয় বলেও দাবি করেন তিনি। এছাড়া, গেল ৪ সপ্তাহে সাড়াশি অভিযানে আইএস এর হাত থেকে পুনর্দখল করা এলাকার মাটিতে পুতে রাখা মাইন অপসারণের কাজ এগিয়ে চলছে বলে জানান তিনি। গেল শুক্রবার ফাল্লুজায় আইএসকে পরাজিত করার দাবি করেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।
Share!