ভারতে মুক্তির সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশেই মুক্তি পেয়েছে ‘উড়তা পাঞ্জাব’। নির্মাতারা অনলাইন থেকে ছবির ফাঁস হয়ে যাওয়া ডাউনলোড লিংকগুলোও সরিয়ে ফেলার কাজ করে চলেছেন অনবরত। তবে পাকিস্তানের বিষয় ভিন্ন। সেখানে সেন্সর বোর্ডের কড়াকড়ি একটু বেশি। পাকিস্তানের চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান ফখর আলম জানিয়েছেন, ছবিটি থেকে ‘অশালীন’ ভাষা এবং ‘আপত্তিকর’ দৃশ্য কেটে ফেলার জন্য পরিবেশকদের নির্দেশ দিয়েছেন তাঁরা। এতে যদি নির্মাতাদের আপত্তি থাকে, তাহলে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হবে না। তাঁরা বিভিন্ন প্রতিবেদন থেকে বুঝেছেন যে এই ছবিতে যথেষ্ট পরিমাণে ‘আপত্তিকর’ বিষয় রয়েছে। এ কারণেই পাকিস্তানে যদি এই ছবি দেখাতে হয়, তবে এ সবই কেটে বাদ দিতে হবে। তার আগ পর্যন্ত ‘উড়তা পাঞ্জাব’ পাকিস্তানে মুক্তি দেওয়া হবে না।
‘উড়তা পাঞ্জাব’
Share!