আজ রোববার দুপুরে সচিবালয়ে পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন ঈদুল ফিতরের সময় গণপরিবহনের ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । তিনি বলেন, ভাড়া বৃদ্ধির প্রবণতা রোধে পর্যবেক্ষক দল (মনিটরিং টিম) মাঠে থাকবে। মন্ত্রী বলেন, ‘ঈদ এলেই পরিবহন মালিকরা ভাড়া বাড়িয়ে দেন। কিছুদিন আগে জ্বালানি তেলের দাম কমানোর সঙ্গে সঙ্গে আমরা ভাড়া সমন্বয় করে দিয়েছি। মন্ত্রী আরো বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, এ জন্য ঢাকা থেকে বের হওয়ার ১৬টি পয়েন্টে আমাদের এক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে।’
Share!