রোববার বেলা সোয়া ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে গুপ্তহত্যার সঙ্গে সরকার নিজেই জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রিমান্ডে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মাদারীপুরে জঙ্গি সন্দেহে আটক ফাহিমকে ক্রস ফায়ারে দেয়া হলো। এর আগেও রাজশাহী, ময়মনসিংহ সহ কয়েকটি জায়গায়ই হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে আটক জঙ্গিদের বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়েছে। তারা বেঁচে থাকলে হয়তো অনেক তথ্যই দেশবাসী জানতে পারতো।
Share!