ঈদ সামনে রেখে এবার ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ২২ জুন। বুধবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মুজিবুল হক বলেন, “একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। ঈদ উপলক্ষে সাতটির বেশি বিশেষ ট্রেন চলাচল করবে।” প্রতিদিন সকাল ৮টা থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। ২২ জুন পাওয়া যাবে ১ জুলাইয়ের আগাম টিকেট। ধারাবাহিকভাবে ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত কেনা যাবে ২ থেকে ৫ জুলাইয়ের টিকেট। ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ৪ জুলাই থেকে, চলবে ৮ জুলাই পর্যন্ত। ওই সময়ে ৮ থেকে ১২ জুলাইয়ের ফিরতি টিকেট পাওয়া যাবে। বিক্রি করা আগাম টিকেট ফেরত নেওয়া হবে না। ৬ জুলাই ঈদ হতে পারে ধরে এবার সরকার ঈদের ছুটি ঠিক করেছে ৫ থেকে ৭ জুলাই। ঈদ একদিন পেছালে ছুটিও একদিন বেড়ে যাবে।
২২ জুন ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু
Share!