সালাউদ্দিন সোহেল : লাবু মাফরুর সঙ্গীত জগতের বর্তমান সময়ের এক উজ্জল নক্ষত্র। পরিবারের সবাই সঙ্গীতের সঙ্গে জড়িত । তার পরিবারের বিশেষ করে বাবা-মায়ের অনুপ্রেরনায় আজকের এই উদিয়মান নক্ষত্রের জ্বলে উঠা। নর্দান ইউনির্ভাসিটির ইংরেজিতে অর্নাস ৩য় বর্ষের ছাত্রী লাবু মাফরুর। পড়াশুনার পাশাপাশি এগিয়ে চলছে সঙ্গীতের পথচলা। মনের কথা এ্যালবামের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে আত্মপ্রকাশ। ব্যাপক সারা জাগানো এ্যালবামটির অধিকাংশ গান তার নিজের লেখা ও সুরে। অনেকটা আতœবিশ্বাসী এই শিল্পীর মিউজিক ভিডিও উজান ভাটির টানাটানি গানটি বিভিন্ন টিভি চ্যানেলে ও ইউটিউবে দর্শকমহলে ব্যাপক সাড়া জাগায়। এবারের আসছে ঈদে দর্শক উপহার হিসেবে থাকছে একটি বিগ বাজেট রোমান্টিক গানের শর্ট ফ্লিম। রোমান্টিক প্রেমের এই মিউজিক ভিডিওটির শিরোনাম আমাকে তুমি ডেকোনা কাছে। ইতিমধ্যেই কক্সবাজারের অসাধারন লোকেশনে ও ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মান করেছেন ডিরেক্টর ওসমান হারুন। সুদক্ষ ক্যামেরাম্যান আলিম ইবাদের হাতের ছোঁয়ায় প্রাণবন্ত মিউজিক ভিডিওটি। এমটাই জানালেন নির্মান কৌশলী ডিরেক্টর ওসমান হারুন। ছোটবেলা থেকে গানই আমার প্রাণ, যতদিন বেঁচে থাকবো, গানকে লালন করেই যাবো এমনটাই মিষ্টি হেসে জানালেন সঙ্গীত শিল্পী লাবু মাফরুর।
সঙ্গীতাঙ্গনে উজ্জল নক্ষত্র লাবু মাফরুর
Share!