গ্রাম বাংলার আবহমান সংস্কৃতির সাথে কর্মব্যস্ত শহুরে নাগরিকের পরিচয় করানোর জন্য, রাজধানীতে আয়োজন করা হয় বর্ষা উৎসবের। উদীচী সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে, বাংলা একাডেমির নজরুল মঞ্চে, নাচ গান আর কবিতায় শুরু হয় বৃষ্টিবন্দনা। সকালের আকাশ তখনো মেঘে ঢাকা। শাস্ত্রীয় সংগীতের সুমধুর ধ্বনিতে সুরময় চারপাশ। বর্ষা বন্দনায় সমৃদ্ধ বাংলা সাহিত্য। বৃষ্টির আবাহন আর তার নানা রূপ বর্ণনা করে বাংলা সাহিত্যে লেখা হয়েছে অজস্র গান আর কবিতা। রবীন্দ্রনাথ, নজরুল তো বটেই, বাংলার সুধাভান্ডারে আছে অঞ্চলভেদে বর্ষার নানান রূপের নানা বর্ণনা। বাংলার বিভিন্ন অঞ্চলের এসব গান পরিবেশন করেন শিল্পীরা। এক সময় গ্রামে গ্রামে বৃষ্টি প্রার্থনায় নানা আয়োজন করা হত। এসবই এখন কালের গর্ভে বিলীন হয়ে যাওয়ার পথে। তবে এখনো, ষড়ঋতুর এই দেশে, বর্ষার তাৎপর্য অনেক। তবে, জলবায়ু পরিবর্তন আর প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটায়, পরিবেশের প্রতি সচেতনতার বার্তা দেয় এ বর্ষা উৎসব। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রত্যেককে উপহার হিসেবে দেওয়া হয় বেলি ফুলের চারা। এর মাধ্যমে আয়োজকরা আরেকবার মনে করিয়ে দেন, গাছ রোপণের শ্রেষ্ঠ সময় এখনই।
রাজধানীতে বর্ষা উৎসব
Share!