জনগণকে ঐক্যবদ্ধ হয়ে খুনিদের মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি হত্যার ঘটনায়, করাতিপাড়া স্কুল মাঠে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চেয়েছিল ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগকে ভয় দেখাতে চায়। চক্রান্ত করে নয় নির্বাচনের মাধ্যমে আমরা আবার ২০১৯ সালে আবার ১৪ দল বিজয়ী হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আবার আমরা এগিয়ে নিয়ে যাবো। এর জন্য ১৪ দল ঐক্যবদ্ধ থাকবে।’ এসময় সমাবেশে উপস্থিত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘গুপ্ত হত্যাকারীদের কঠোরভাবে দমন করা হবে। গুপ্তহত্যার মধ্যদিয়ে সাধারণ নাগরিকের গায়ে হাত দিয়েছেন। আপনি আমাকে মারেন, সরকারের ওপর আক্রমণ করেন সাধারণ মানুষের গায়ে হাত দেবেন কেন। সাধারণ মানুষের গায়ে যারা হাত দিয়েছে তাদেরকে খুঁজে বের করে ধ্বংস করে দেবো।’
খুনিদের মোকাবেলা করার আহ্বান : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
Share!