আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানের চতুর্থ দিনে দেশের বিভিন্ন স্থানে ১৮ জঙ্গিসহ সন্দেহভাজন সহস্রাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টাঙ্গাইলে গতরাতে মির্জাপুর উপজেলার আদাবাড়ি এলাকায় একরামুল নামে এক জঙ্গিকে আটক করা হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াত শিবিরের আরো ৭০ জনকে আটক করা হয়। ঝিনাইদহের শৈলকূপা ও কালীগঞ্জ থেকে গতরাতে ইউনুস ও শাহিন নামে দুই জঙ্গিসহ আটক করা হয় ৩৩ জনকে। এদের মধ্যে ৮ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী।
Share!