সংসদ সদস্য (এমপি) স্কুল-কলেজের গভর্নিংবডির সভাপতি হতে পারবেন না— হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষের করা আপিলের শুনানি শেষে রোববার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ ‘নো অর্ডার’। আদালতে ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে হাইকোর্টে রিট আবেদনকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ নিজেই আপিল বিভাগে শুনানি করেন। শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং বোর্ডের প্রো-বিধানমালার ৫০ এর ৫ ধারায় ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। সেই রিটের শুনানি নিয়ে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে সংসদ সদস্যদের থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে গত ১৩ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে নির্বাচন ছাড়া কমিটি গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে।
এমপিদের থাকা নিয়ে হাইকোর্টের রায় বহাল
Share!