রিয়াজের সাবলীল অভিনয় মুগ্ধ করেছে বারবার দেশের চলচ্চিত্র-নাটকপ্রেমী দর্শকদের। আজকাল আর চলচ্চিত্রে কাজ না করলেও ছোট পর্দাতেই নিয়মিত এক সময়ের এই হার্টথ্রুব। আসন্ন ঈদকে ঘিরে দারুণ ব্যস্ততা তার। সম্প্রতি কাজ করলেন ঈদের একটি নাটকে। এর নাম ‘হ্যালো মিস্টার স্যাম’। এই নাটকে রিয়াজ অভিনয় করেছেন আমেরিকার স্বপ্নের বিভোর এক যুবকের চরিত্রে। যেখানে সামছু নামের চরিত্রটি নিজেকে একজন আমেরিকান ভাবতে খুব বেশি আগ্রহী এবং সেজন্য তিনি নিজের নাম বদলে সামছু থেকে স্যাম করে নিয়েছেন।
Share!