ইউরো মিশনে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে জার্মানি। ফ্রান্সের লিলেতে দু’দলের ম্যাচটি শুরু হবে রাত একটায়। যাদের বিপক্ষে পাঁচ বারের সাক্ষাতে অপরাজিত জার্মানরা। যদিও দেশের বাইরে কখনো ইউক্রেনকে হারাতে পারেনি ৩ বারের ইউরো চ্যাম্পিয়নরা। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও, ফুটবলারদের চোটের কারণে পছন্দের একাদশ সাজাতে কিছুটা সমস্যায় পড়তে পারেন জার্মানির কোচ জোয়াকিম লো। নিয়মিত অধিনায়ক বাস্তিয়ান শোয়াইনস্টাইগার একাদশের বাইরে থাকবেন। সে তালিকায় যোগ হতে পারে ডিফেন্ডার ম্যাটস হ্যামেলসের নামও। অন্যদিকে, ইতিহাসে দ্বিতীয়বারের মত ইউরো খেলছে ইউক্রেন। দলে বড় তারকা ফুটবলার না থাকলেও, জার্মানিকে হারিয়ে অঘটনের জন্ম দেয়ার স্বপ্নে বুদ ইউক্রেন। তিনবার ইউরো জিতলেও, গত ২০ বছর ইউরো চ্যাম্পিয়নশিপের ট্রফি অধরা জার্মানদের।
রাত একটায় ইউক্রেনের মুখোমুখি হবে জার্মানি
Share!