রোববার সকালে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে, কে বা কারা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ের সিঁড়িতে একটি প্যাকেট রেখে যায়। জাসদের সহদফতর সম্পাদক ও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসেন সাগর সেটি খুলে একটি সাদা কাফনের কাপড় পেয়েছেন বলে জানিয়েছেন । তিনি বলেন, ‘কাপড়ের ওপর লাল কালিতে লেখা- ‘কোরআন বিরোধিতাকারী ইনুর মৃত্যুদণ্ড’।
বিষয়টি পুলিশকে জানানো হলে মতিঝিল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। আলামত হিসেবে কাফনের কাপড় ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে নিয়ে গেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাধারণ ডায়েরি করবে বলে জানিয়ে গেছে বলেও উল্লেখ করেন সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘বিষয়টি মন্ত্রী মহোদয়কে জানানো হয়েছে। এ বিষয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিবেন।’
তথ্যমন্ত্রীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি
Share!