বলিউডের অভিনেত্রী ও আইটেম গার্ল রাখি সাওয়ান্ত এবার বাংলাদেশী সিনেমায় দেখা যাবে। ‘আমি তোমার হতে চাই’ নামের একটি সিনেমার আইটেম গানে কোমর দুলাবেন রাখি। সিনেমাটি নির্মাণ করবেন আলোচিত তরুণ নির্মাতা অনন্য মামুন। এরইমধ্যে রাখির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ২৩ তারিখ ঢাকায় আসবেন রাখি। সোমবার থেকে শুরু হবে ‘আমি তোমার হতে চাই’ ছবির শুটিং। এতে মূল চরিত্রে অভিনয় করবেন বাপ্পী ও বিদ্যা সিনহা মিম। এছাড়া আরো অভিনয় করবেন জন, দিপালী, ডন, মনিরা মিঠু ও মিশা সওদাগর প্রমুখ।
Share!