গ্রুপ সি-র দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে ও মেক্সিকো। পেনসিলভানিয়ায় শুক্রবার ভোর সাড়ে ৫টায় ভেনিজুয়েলার মুখোমুখি হবে উরুগুয়ে। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার রোজ বোলে জ্যামাইকার বিপক্ষে মাঠে নামবে মেক্সিকো। ম্যাচটি শুরু হবে শুক্রবার সকাল ৮টায়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই মেক্সিকোর বিপক্ষে হেরে হোঁচট খায় আসরের ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। এবার তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে পেনসিলভানিয়ায় ভেনিজুয়েলার মুখোমুখি হবে লা সেলেস্তেরা। আসরের অন্যতম সফল দল হওয়া স্বত্বেও কোপা আমেরিকায় শেষ ৪ ম্যাচে জয়হীন উরুগুয়ে। তবে, ভেনিজুয়েলার বিপক্ষে কোপা আমেরিকায় শেষ ৮ ম্যাচে ৬টি জয় আর ২টি ড্র নিয়ে অপরাজিত আছে তারা। এছাড়া, গত ম্যাচে মেক্সিকোর বিপক্ষে সেট পিসে গোল করা অধিনায়ক দিয়েগো গডিন এ ম্যাচেও চাইবেন উরুগুয়ের হয়ে জ্বলে উঠতে। তাই আসরে টিকে থাকতে এ ম্যাচটিতে জয় তুলে নিতে চাইবে উরুগুইয়ানরা। অন্যদিকে, সেলেস্তেদের বিপক্ষে ভেনিজুয়েলা শেষ জয়ের দেখা পেয়েছিলো ১০ বছর আগে। তবে, শেষ চার ম্যাচের একটিতেও হারেনি ভিনোতিনতোরা। গ্রুপ সি-র আরেক ম্যাচে অনেকটা ফুরফুরে মেজাজ নিয়েই প্রথমবারের মত জ্যামাইকার মুখোমুখি হয় মেক্সিকো। ক্যালিফোর্নিয়ার রোজ বোলে মাঠে নামার আগে, উরুগুয়ের বিপক্ষে আসরের প্রথম ম্যাচের জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে এল ত্রিদের। ২০১৫ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত সব রকম প্রতিযোগিতায় শেষ ১০ ম্যাচে জয়ী মেক্সিকো। জ্যামাইকার বিপক্ষে শেষ ৯ ম্যাচের ৮টিতেই জয় তুলে নিয়েছে তারা। তবে, এ ম্যাচে মেক্সিকানরা পাচ্ছে না তাদের গুরুত্বপূর্ণ ফুটবলার হাভিয়ের হার্নান্দেজকে। তারপরও গ্রুপ পর্বে টানা ২য় জয় তুলে নেয়ার লক্ষ্য থাকবে হুয়ান কার্লোসের শিষ্যদের।
শুক্রবার ভোর সাড়ে ৫টায় ভেনিজুয়েলায় মুখোমুখি হবে উরুগুয়ে ও মেক্সিকো
Share!