বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দুটি চক্রের ৯ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া ডিজিটাল জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নাইজেরিয়ানসহ ২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের দুটি চক্র ডিজিটাল ও এনালগ দুই পদ্ধতিতেই দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসের প্রতারণা করে আসছিল। চক্রের সঙ্গে বিজি প্রেসের এক কর্মচারীও জড়িত, যাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এছাড়া বাংলাদেশি একটি কোম্পানির মেইল আইডি হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নাইজেরিয়ান ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে ৯ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ:
Share!