মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার যোগ্যতা অর্জন করায় হিলারি ক্লিনটনকে অভিনন্দন জানিয়েছেন। ওবামা চলতি সপ্তাহের শেষদিকে হিলারির নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সঙ্গে দেখা করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আরনেস্ট মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ওবামা সেক্রেটারি হিলারি ও সিনেটর স্যান্ডার্সকে উদ্দীপক নির্বাচনী প্রচারণার জন্য অভিনন্দন জানিয়েছেন। এই প্রচারণা ডেমোক্র্যাটদের প্রেরণা যোগাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, এটা নতুন প্রজন্মের আমেরিকানদের রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করেছে এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা প্রদানের ক্ষেত্রে তারা উজ্জ্বল নক্ষত্রের মতোই জ্বলছিল। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা ‘স্যান্ডার্সের অনুরোধে’ বৃহস্পতিবার হোয়াইট হাউসে তার সঙ্গে দেখা করবেন
হিলারি ক্লিনটনকে অভিনন্দন জানিয়েছেন বারাক ওবামা
Share!