গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ফজলুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আসলাম চৌধুরীর সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসলামের আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৩১ মে গুলশান থানার রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম গোলাম নবী। এর আগে ৩০ মে আসলাম চৌধুরীকে রাষ্ট্রদ্রোহ মামলাসহ নাশকতার আরো দুই মামলায় আদালতে রিমান্ড শুনানির জন্য হাজির করা হলে ঢাকা মহানগর হাকিমের পৃথক তিন আদালত রিমান্ড শুনানি না করেই কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ২৭ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার আইও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুল হক আসলামকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ ছাড়া ২৪ মে লালবাগ ও মতিঝিল থানায় করা দুটি নাশকতার মামলায় আসলামকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ।
আসলাম চৌধুরীকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
Share!