বাসাবাড়ির ছাদ-বারান্দায় গাছ লাগালে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “আগামী প্রজন্মকে সবুজ পরিবেশে বেড়ে উঠার সুযোগ দিতে বাসাবাড়িতে গাছ লাগান, পরিবেশ রক্ষা করেন। “বাসার ছাদে, বারান্দায় গাছ লাগালে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।” বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘আমাদের ক্যাম্পাস, আমরাই রাখব সুন্দর’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র। চার শতকের বেশি পুরনো শহর ঢাকাকে বাঁচাতে নাগরিকদের সহায়তা কামনা করে সাঈদ খোকন বলেন, “ঐতিহ্যবাহী ঢাকা শহর আমাদের ভালোবাসার শহর, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার, এজন্য সকলকেই এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে।”
কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের এগিয়ে আসার আহ্বান জানান। “সবাইকে সচেতন হতে হবে, সবার মধ্যে সচেতনতাবোধ জাগ্রত করতে হবে।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বক্তব্য রাখেন। পরে ক্যাম্পাসে নতুন একটি ডাস্টবিনের উদ্বোধন করেন।
হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড়, ছাদ-বারান্দায় গাছ লাগালে : সাঈদ খোকন
Share!