রাজধানীর বিমানবন্দরে সোনার ডিম পাড়লেন খোরশেদ আলম। শুল্ক গোয়েন্দাদের হাতে আটকের পর তিনি এক কর্মকর্তাকে হুমকি দিয়ে বললেন, আমার ‘কোনো সোনা আছে?, ‘আমাকে দেখলে কি চোরাচালানি মনে হয়? আপনার নাম, পদবি বলেন, চাকরি হারাবেন’। কিন্তু ওই কর্মকর্তা তো নিশ্চিত যে, তার কাছে সোনা আছে। কারণ, এক সপ্তাহ আগে থেকে নজরদারিতে ছিলেন খোরশেদ। বেশি কথা নয়, মেটাল ডিটেক্টরে চেক করার আগে হাতে হ্যান্ডকাপ পড়িয়ে দিলেন। এরপর বিমানবন্দরের টয়লেটে গিয়ে ‘হুমকিদাতা’ যুবক খোরশেদ একে একে প্রসব করলেন ১০টি সোনার ডিম। আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর কর্মকর্তারা মালয়েশিয়া ফেরত খোরশেদের পেট থেকে এসব স্বর্ণ জব্দ করেন। কুমিল্লার বুড়িচং উপজেলার মঞ্জু মিয়ার ছেলে খোরশেদ আলম।
খোরশেদের পাসপোর্ট (BF০৯৯৬৮৫০) অনুযায়ী তিনি আরও বেশ কয়েকবার বিদেশে গিয়েছেন। হুমকি দিয়ে লাভ কি? গোয়েন্দা কর্মকর্তারা তো জানেন, তার কাছে স্বর্ণ রয়েছে। এবার কোনো কথা নয়, পরানো হল হ্যান্ডকাপ। খোরশেদ এবার আরো রেগে হুমকি দিয়ে বলতে থাকেন, ‘বদলি করা হবে, চাকরি হারাবেন’। কিন্তু এবারও বেরসিক গোয়েন্দা কর্মকর্তা। আনা হল মেটাল ডিটেক্টর। চেক করার আগেই যেন হুমকির শক্তি হারালেন খোরশেদ। মাটিতে লুটিয়ে এবার ধরলেন গোয়েন্দা কর্মকর্তার পা।
রাজধানীর বিমানবন্দরে প্রসব করল ১০টি সোনার ডিম
Share!