Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

চিলিকে হারের স্বাদ দিয়েছে আর্জেন্টিনা

এ বছর কোপা আমেরিকার শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সংস্করণের প্রথম ম্যাচেই চিলিকে হারের স্বাদ দিয়েছে আর্জেন্টিনা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি টাটা মার্টিনোর শিষ্যরা। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেছেন দি মারিয়া। মাঝমাঠ থেকে বল পেয়ে বেশ খানিকটা দৌড়ে এসে দি মারিয়ার দিকে বল বাড়িয়েছিলেন এভার বানেগা। ফাঁকায় বল পেয়ে সেটা জালে জড়াতে কোনো ভুল করেননি দি মারিয়া। আট মিনিট পরে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটিও এসেছে বানেগা ও দি মারিয়ার যুগলবন্দিতে। এবার দি মারিয়ার পাস থেকে প্রায় একই রকমভাবে গোল করেছেন বানেগা। ৬০ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর জয় প্রায় নিশ্চিতই হয়ে যায় আর্জেন্টিনার। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে চিলির পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল করতে পেরেছেন বদলি হিসেবে মাঠে নামা পেদ্রো ফুয়েনজালিদা। ‘ডি’ গ্রুপের অপর ম্যাচে চমক দেখিয়েছে পানামা। প্রথমবারের মতো কোপা আমেরিকায় অংশ নিয়েই তারা ২-১ গোলে হারিয়ে দিয়েছে বলিভিয়াকে। দারুণ এই জয় দিয়ে নকআউট পর্বের পথেও এক ধাপ এগিয়ে গেছে পানামা। ‘ডি’ গ্রুপের প্রথম দুটি স্থান আছে আর্জেন্টিনা ও পানামার দখলে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top