Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

আজ ঐতিহাসিক ছয় দফা দিবস

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। পঞ্চাশ বছর আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ‘পূর্ব বাংলার বাঁচার এ দাবি’ উত্থাপন করেছিলেন। আজকের দিনের, এ ছয় দফা দাবি সারা পূর্ব বাংলায় সূচনা করে তীব্র গণআন্দোলনের। বাঙালির স্বায়ত্তশাসনের অধিকার আদায়ের এই আন্দোলনই এক সময় রূপ নেয় বাঙালির স্বাধীনতার সংগ্রামে। যার ধারাবাহিকতায় পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় নতুন এক স্বাধীন, সার্বভৌম দেশ– বাংলাদেশ। পরিবর্তিত লাহোর প্রস্তাবের ভিত্তিতে, ১৯৪৭ সালে, তৈরি হয় পাকিস্তান নামে একটি রাষ্ট্র যার দুইটি অংশ– পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। লাহোর প্রস্তাবে আঞ্চলিক স্বায়ত্তশাসনের কথা থাকলেও বছরের পর বছর ক্রমাগত বৈষম্যের শিকার হয় পূর্ব পাকিস্তান। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি, লাহোরে, পশ্চিম পাকিস্তানের সবগুলো বিরোধী দলের আহ্বানে ‘নিখিল পাকিস্তান জাতীয় কনফারেন্সে’ শেখ মুজিবুর রহমান উত্থাপন করেন ছয় দফা দাবি– যার মূল কথা ছিল, অবহেলিত পূর্ব বাংলার স্বায়ত্তশাসন।পশ্চিমা শাসকদের নানা ষড়যন্ত্র সত্ত্বেও এই ছয় দফা দাবিতেই ১৯৬৬ সালে সারা পূর্ব বাংলায় তীব্র আন্দোলন শুরু হয়। ছয় দফা দাবিতে আওয়ামী লীগের ডাকা ৭ জুনের হরতালে, পুলিশের গুলিতে শহীদ হন সাতজন শ্রমিক। গ্রেপ্তার হয় হাজার হাজার মানুষ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top