Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ জানিয়েছেন  ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু সহিংসতা ঘটলেও সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে । সিইসি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু সহিংসতা ও অনিয়মের ঘটনা ঘটেছে। তবে, সামগ্রিকভাবে পরিস্থিতি উন্নতি হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে।’ সমাজে অস্থিরতা বাড়ার কারণে নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, ‘সহিংসতা ও অনিয়ম প্রতিরোধে সামাজিক দায়িত্বও আছে। আমরা সব ধাপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। তাই ৬ষ্ঠ ধাপের আগের রাতে সিলমারার ঘটনা একদমই ঘটেনি।’ তিনি বলেন, ‘সামাজিক অস্থিরতার কারণে সবকিছুর দাম বেড়েছে কিন্তু একমাত্র মানুষের জীবনের দাম কমেছে। এ পরিস্থিতি থেকে বের হতে হলে সামাজিক পরিবর্তন দরকার। এ কারণে গণমাধ্যমসহ সবাইকে এগিয়ে আসতে হবে।’ সংঘাতের কারণ সম্পর্কে তিনি আরও বলেন, ‘প্রার্থীরা নিজেদের যোগ্য ভাবেন। ভোটাররা তাদের সম্পর্কে কী ভাবেন সেটা মাথায় রাখেন না। তা ছাড়া যেকোনো উপায়ে জিততে চান তারা।’ শেষ ধাপে ৬৯৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৩৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। সিইসি বলেন, ‘আমাদের নিয়োজিত ম্যাজিস্ট্রেটরা আচরণ বিধিভঙ্গের দায়ে ৫০০ জনকে ১২ লাখ ৮৫ হাজার ৯শ’ টাকা জরিমানা করেছেন। অনিয়মের দায়ে আমরা পুলিশ সুপার (এসপি) ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ভোটগ্রহণ কর্মকর্তাদের বরখাস্ত করেছি। এ ছাড়া সংসদ সদস্যদের (এমপি) বিরুদ্ধে মামলা এবং এলাকা ছাড়ার জন্য নির্দেশ দিয়েছি। আমরা আমাদের দায়িত্ব পালনের জন্য চেষ্টা করেছি।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top