পবিত্র রমজানকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের শারজায় সৈয়দ আহাদ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বারের মতো আন্তর্জাতিক কোরআন তেলাওআত প্রতিযোগিতা। সৈয়দ আহাদ ফাউন্ডেশনের সভাপতি মোস্তফা মাহমুদের সভাপতিত্বে এবং ইসমাইল গণি চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও সৈয়দ আহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ। এছাড়াও, এতে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারী আজহারুল ইসলাম, কারী মহিবুর রহমানসহ আরও অনেকে।শারজা র্যাডিসন হোটেলের বলরুমে আগামী, ২৪ জুন কোরআন তেলাওআত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
Share!