সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহরে বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ২৩ জন। এছাড়াও, আহত হয়েছে অনেকে। নিহতদের মধ্যে অন্তত ৭ জন শিশু ও বেশ কয়েকজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে, কারা এই বিমান হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা না গেলেও যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারি পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মঙ্গলবার রাতভর শহরটিতে বিদ্রোহীদের লক্ষ্য করে বিমার হামলা চালায় রুশ যুদ্ধবিমান।যদিও, ইদলিবে বিমান হামলার কথা অস্বীকার করেছে মস্কো। সে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। এদিকে, হামলার জন্য রাশিয়াকে দায়ী করে হামলায় নিহতের সংখ্যা ৬০ জনেরও বেশি বলে অভিযোগ করেছে তুরস্ক।
সিরিয়া ইদলিব শহরে বিমান হামলা, নিহত অন্তত ২৩ জন
Share!