৩১ মে মঙ্গলবার রাত ১২টায় শেষ হয় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও রিম কার্ড নিবন্ধন। এর আগে সব মোবাইল অপারেটরের শো-রুম ও দোকানগুলোতে সিম নিবন্ধন করতে ভিড় করেন গ্রাহকরা। নিবন্ধন করতে অতিরিক্ত অর্থ নেয়ারও অভিযোগ করেন তারা। বিটিআরসি সচিব সারওয়ার আলম বলেন, ‘যাদের সিম বন্ধ হয়ে গেছে তারা যে কোন সেবা কেন্দ্র বা কাস্টমার কেয়ারে গিয়ে তাদের সিমটি পুননিবন্ধন করতে পারবেন।’
Share!