আজ শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট অধিবেশন। বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ গত ১৫মে এ অধিবেশন আহ্বান করেন। চলতি অধিবেশনে আগামী দোসরা জুন অর্থমন্ত্রী ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। অর্থমন্ত্রী হিসেবে এটি তাঁর দশম ও বাংলাদেশের ৪৫তম বাজেট।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হলেও এবারের বাজেটে যোগাযোগ ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। এ অধিবেশনের মেয়াদের ব্যাপারে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।
আজ দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট অধিবেশন
Share!