অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষাকে উন্নীত করায় নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। এ সব চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ঠিক করতে আজ সোমবার বসছে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন সংক্রান্ত উপ-কমিটি। প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণিতে উন্নীতকরণ সংক্রান্ত উপ-কমিটির সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন খালিদের সভাপতিত্বে এ বৈঠক হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বলেন, প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণিতে উন্নীত করতে হলে সরকারকে বেশ বেগ পেতে হবে। এটি বাস্তবায়নও হবে সময়সাপেক্ষ ব্যাপার। এসব নিয়েই আজ বৈঠকে বসবে উপ-কমিটি। বিকাল সাড়ে তিনটায় এ বৈঠক শুরু হবে। জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ বলেন, প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হয়েছে। তবে এটি বাস্তবায়ন করে বেশ কিছু বিষয় সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন দেখা দিয়েছে। এসব বিষয় নিয়েই আমরা বৈঠকে বসবো। সূত্র জানায়, এটি বাস্তবায়ন করতে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই চার স্তরের শিক্ষা ব্যবস্থায় সমন্বয় আনতে জটিলতা তৈরি হয়েছে। সঠিকভাবে সমন্বয় করতে না পারলে প্রত্যেকটি স্তরের অধ্যয়নরত প্রায় অর্ধকোটির বেশি শিক্ষার্থী ভোগান্তিতে পড়বে। এর সঙ্গে কয়েক হাজার শিক্ষককে পোহাতে হবে বড় ধরনের ঝামেলা। গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ে সভাকক্ষে শিক্ষানীতি বাস্তবায়ন ও মনিটরিং সংক্রাস্ত জাতীয় কমিটির সভায় প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। উভয় মন্ত্রীই এ সিদ্ধান্তকে দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে অভিহিত করেন।
প্রাথমিক শিক্ষাকে উন্নীত করায় চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার
Share!