মাদক একটি অভিশাপ, যে কোন ধরনের মাদকই হোক না কেন তা কোন ক্রমেই গ্রহনযোগ্য নয়। মানুষের জীবনকে তিলেতিলে ধ্বংস করে দিতে পারে এই মাদক। ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধুমপান মৃত্যু ঘটায়, ধুমপানের কারণে স্ট্রোক হয়, বিড়ি সিগারেটের প্যাকেটের গায়ে রঙ্গীন ছবি দিয়ে চলছে উৎপাদন সহ বাজারজাত করন। তারপরও কি ধুমপান বন্ধ হচ্ছে? না! ধুমপানের জন্য যে তামাকের প্রয়োজন তা আবার জমিতে উৎপাদন করা হচ্ছে। পলাশবাড়ী উপজেলা সহ-আশপাশ এলাকায় তামাকের চাষাবাদ করা হয়েছে। এ তামাক চাষ শুরু থেকে শেষ করা অবধি বিটিসি কৃষককে সহায়তা করে চলছে। কৃষকের সঙ্গে কথা বললে জানায়, তামাক চাষ তো আমরা ছেড়েই দিয়েছিলাম। এখন ধানের লোকশান তুলতে তামাকের উপর ঝুকে পড়েছে কৃষক আর তাতে তারা লাভের মুখও দেখতে পারছে। তামাক চাষের জন্য সব কিছু তারা অথ্যাৎ কোম্পানি বহন করছে এতে কৃষকদের কিছুটা লাভ হচ্ছে। ধান-পাটে উৎপাদনে শুধু খেটে মরছি লাভের মুখ কৃষকরা দেখতে পারছে না- তাই তামাক চাষ করছে।
পলাশবাড়ী উপজেলা সহ-আশপাশ এলাকায় তামাক চাষ চলছে
Share!