স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ ভবিষ্যৎ ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত হচ্ছে। শনিবার সকালে ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের আয়োজনে ভূমিকম্প সচেতনতা বিষয়ক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, ফায়ার সার্ভিস বিভিন্ন স্থানে ট্রেনিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করছে। সম্প্রতি নেপালের ভূমিকম্পের কথা তুলে ধরে তিনি বলেন, এ ধরনের ভূমিকম্প মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। অন্যথায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোজাম্মেল হক খান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব সত্যব্রত সাহা প্রমুখ।
Share!