বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধভিক্ষু মংসই উ হত্যার প্রতিবাদে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব বৈশাখী পূর্ণিমা বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পার্বত্য বৌদ্ধভিক্ষু সংঘ।আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।মানববন্ধনে বক্তারা বলেন- পার্বত্য চট্টগ্রামের ভিক্ষু সম্প্রদায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে একটি চক্র ভিক্ষু হত্যার মতো জঘন্য ঘটনা ঘটাচ্ছে। এ সময় বক্তারা বান্দরবানে ভিক্ষু হত্যার প্রতিবাদে আগামী ২১ মে অনুষ্ঠেয় বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বৈশাখী পূর্ণিমার উৎসব বর্জনের ঘোষণা দেন।পরে হত্যাকারীদের গ্রেপ্তার ও পার্বত্য এলাকায় ভিক্ষু সংঘের নিরাপত্তা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
গত ১৪ মে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের উত্তর চাকপাড়া বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মংসই উকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। প্রায় দুই বছর আগে বৌদ্ধ ক্যায়াংটি প্রতিষ্ঠা পর থেকেই ক্যায়াংয়ের প্রধান ভিক্ষু হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।এ হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তারা বর্তমানে পাঁচদিনের রিমান্ডে আছে।