ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বলেছেন, প্রাকৃতিক এই দুর্যোগে দুই দিনেই ৮১ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মন্ত্রী মায়া জানান, গত বৃহস্পতি ও শুক্রবার বজ্রপাতে দেশের ২৬ জেলায় ৮১ জন মারা গেছেন। নিহতদের পরিবারকে ১০ থেকে ২৫ হাজার টাকা বিতরণের মাধ্যমে এ পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার টাকা অর্থ সহায়তা করা হয়েছে।এ ছাড়া আহতদেরকে সাড়ে ৭ হাজার টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হয়। গত বছরের ২৭ আগস্ট মন্ত্রণালয় বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে বলে সংবাদ সম্মেলনে জানান মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল। গত ১২ ও ১৩ মে সারা দেশে বজ্রপাতে নারী-শিশুসহ ৮১ জনের মৃত্যু হয়েছে। কালবৈশাখী ঝড়ে মারা গেছেন আরও পাঁচজন।বজ্রপাতকে ইতিমধ্যে দুর্যোগ ঘোষণা করা হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, নিহতদের ১০ থেকে ২৫ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার কো-অর্ডিনেশন সেন্টারের (এনডিআরসিসি) তথ্য অনুযায়ী, বজ্রপাতে নিহত ৮১ জনের মধ্যে ৫৫ জনই মাঠে অবস্থানের সময় মারা গেছেন। এমন বজ্রপাতকে নজিরবিহীন উল্লেখ করে মায়া বলেন, বজ্রপাতের বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে।
বজ্রপাতে নারী-শিশুসহ ৮১ জনের সহায়তা দিচ্ছে সরকার
Share!