গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল নার্গিস খাতুন (১৪) নামের এক কিশোরী । শুক্রবার বিকেল পাঁচটার দিকে কিশোরীর নিজ বাড়িতে বিয়ের আয়োজন চলাকালিন সময়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান সেখানে অভিযান চালিয়ে বাল্য বিয়েটি বন্ধ করেন। এসময় সাহারবাটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম ফারুক, গাংনী থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। নার্গিস খাতুন গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বাঙ্গালপাড়া এলাকার নজরুল ইসলাম ওরফে নজীরের মেয়ে ও গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। স্থানীয়রা জানান,গাংনী পৌরসভায় মাস্টার রোলে কর্মরত গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পাড়া এলাকার জনৈক তুহিনের সাথে নার্গিস খাতুনের বিয়ের আয়োজন চলছিলো। ইউএনও আরিফ-উজ-জামান জানান, অপ্রাপ্ত বয়স্ক এক ছাত্রীর বিয়ে হচ্ছে এমন সংবাদে ওই ছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। এছাড়া প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তার পিতা মাতা অন্য কোন স্থানে বিয়ে দেবেনা বলে অঙ্গিকার করায় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল নার্গিস খাতুন
Share!