Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

হাতের লেখায় কেমন ভাবে জানা যায় মানব চরিত্র

হাতের লেখায় কেমন ভাবে জানা যায় মানব চরিত্র, আসুন দেখে নিই—
• আপনি কি খুব খুদে খুদে হরফে লেখেন? উত্তর যদি হ্যাঁ হয় তবে আপনি খুবই লাজুক চরিত্রের ব্যক্তি৷ নিবিষ্ট ভাবে একমনে কাজ করতে ভালবাসেন আপনি৷

• আপনি কি খুব ছোট ছোট করে লেখেন? এমন ভাবে যারা লিখতে পছন্দ করেন তারা সব কাজ সতর্কভাবে করে তাই তাদের কাজে খুঁত ধরা অসম্ভব৷

• আপনি কি লেখার সময় দু’টি অক্ষরের মধ্যে বড় বড় ফাঁক রাখেন? এমন স্টাইলে যারা লিখতে পছন্দ করেন তাঁরা অনেক লোকের মধ্যে স্বাচ্ছন্দ্যবোধ করেন না৷

• আপনি কি সোজাভাবে গোটা গোটা অক্ষরে লিখতে পছন্দ করেন? এমনভাবে যারা লেখেন তাদের মধ্যে যুক্তিবোধ খুবই প্রবল৷ কোনো অবস্থাতেই নিজেদের উপর নিয়ন্ত্রণ হারান না৷

• আপনি কি লেখার সময় গায়ে গায়ে লিখতে পরেন? উত্তর হ্যাঁ হলে, তাহলে আপনি খুবই মিশুক ব্যক্তি৷ অনেক লোকের সঙ্গে আপনি মেলামেশা করতে পছন্দ করেন৷

• আপনার টানা টানা হাতের লেখার কি সকলেই প্রশংসা করেন? আপনার হাতের লেখাটাই শুধু সুন্দর নয়, তার সঙ্গে তারিফ করতে হবে আপনার বুদ্ধিরও৷ কেন না আপনার মধ্যে বুদ্ধিদীপ্ত কৌতুহল এবং আগ্রাসী মনোভাব খুব বেশি৷

• আপনি কি লেখার সময় খুব চেপে চেপে লেখেন? এমন ভাবে যারা লিখতে পছন্দ করেন তাঁদের দায়িত্ববোধ অন্যদের তুলনায় হয় খুবই প্রবল৷

• আপনি কি লেখার সময় আলতোভাবে লেখেন? এমন ভাবে যারা লিখতে পছন্দ করেন তারা খুবই সংবেদনশীল এবং সহমর্মী হন৷

• যারা খুবই দুর্বোধ্য ভাবে লিখতে পছন্দ করেন তারা খুবই অন্তর্মুখী হন৷ অন্যের কাছে নিজেদের চরিত্রকে খুল্লামখুল্লা প্রকাশ করতে অনাগ্রাহী হন এমন ব্যক্তিরা৷

• যাদের হাতের লেখা খুব পরিষ্কার তারা নির্ভুলভাবে সমস্ত কিছু চিন্তা করতে পারদর্শী৷

• লেখার সময় অপরিষ্কার করে যারা লেখেন, তারা গুছিয়ে নিজের ভাবনাচিন্তা প্রকাশ করতে পারে না৷

• বড় বড় অক্ষরে যারা লিখতে পছন্দ করেন তারা বহর্মুখী প্রতিভার অধিকারী হন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের সহজাত৷

• আপনি কি লেখার সময় দ্রুত লেখেন? উত্তর যদি হ্যাঁ হয় তবে জানবেন লেখার মতো আপনার মনও চলে খুব দ্রুতগতিতে৷ সহজেই বিশ্লেষণ করতে পারেন যেকোনো দুর্বোধ্য বিষয়৷

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top