Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দাফন সম্পন্ন

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার সাঁথিয়ার মন্মথপুর গ্রামের কবরস্থানে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটে মা-বাবার কবরের পাশে তাঁর লাশ দাফন করা হয়। নিজামীর জানাজায় ইমামতি করেন তাঁর ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন।  দাফনের সময় বিজিবি, র‍্যাব ও পুলিশ মোতায়েন ছিল। এর আগে আজ ভোরে নিজামীর লাশ মন্মথপুর গ্রামে পৌঁছলে তা গ্রহণ করেন তাঁর চাচাতো ভাই আবদুল্লাহ আল মামুন ও ভাতিজা আবদুর রহিম খান। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়। এর পরেই সাঁথিয়ায় আনন্দ মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা নিজামীকে সাঁথিয়ায় কবর না দেওয়ার দাবি জানান। ফাঁসি কার্যকর হলে রাতে সাঁথিয়া পৌর সদরে আনন্দ মিছিল বের করেন স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কবর খননসহ মরদেহ দাফন সম্পন্ন করেন নিজামীর স্বজনরা। এলাকায় এখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top