Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সরকারি চাকরিজীবীরা অনলাইনে বেতন নির্ধারণ না করলে তা ‘স্থগিত’

অনলাইনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নতুন কাঠামোতে বেতন (পে ফিক্সেশন) ও পেনশন নির্ধারণ বাধ্যতামূলক করতে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।মঙ্গলবার মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়।
এতে বলা হয়েছে, আগামী ২০ জুলাইয়ের মধ্যে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে বেতন নির্ধারণ সম্পন্ন করতে হবে। নয়তো জুলাই মাসের বেতন তাদের স্থগিত হয়ে যাবে।সম্প্রতি অনলাইনে বেতন ও পেনশন নির্ধারণ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। তিনি সে সময়ই বলেছিলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতির পদক্ষেপ। আজকে যে পরিবর্তনটা হলো এক হিসেবে বলা যায়, এটা ২৬৮ বছরের পরিবর্তন। ১৯০ বছর ছিল ব্রিটিশ শাসন, ২৩ বছর ছিল পাকিস্তানের শাসন আর ৪৫ বছর আমাদের। ২৬৮ বছর পেরিয়ে বড় একটা পরিবর্তন হলো।
যে কেউ অনলাইনে www.payfixation.gov.bd ঠিকানায় গিয়ে ফরম পূরণ করে তার বেতন ও পেনশন নিজেই নির্ধারণ করতে পারবেন। এর মাধ্যমে সময় বাঁচবে ও সরকারি-কর্মকর্তা কর্মচারীদের হয়রানি কমবে বলেও জানান অর্থমন্ত্রী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top